যশোর-খুলনা মহাসড়কের ঘুনি-দোলানঘাটা এলাকায় গত সোমবার দুপুরে একজন ব্যবসায়ীর যমুনা কোম্পানির ৬ টি ফ্রিজ ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রতিপক্ষ একজন...
যশোর-খুলনা মহাসড়কের ঘুনি-দোলানঘাটা এলাকায় গত সোমবার দুপুরে একজন ব্যবসায়ীর যমুনা কোম্পানির ৬ টি ফ্রিজ ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রতিপক্ষ একজন ব্যবসায়ী সন্ত্রাসীদের দিয়ে এ ঘটনা ঘটায়। তবে বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেলের সহায়তায় ছিনতাই হওয়া ফ্রিজ উদ্ধার হয়েছে। কিন্তু ঘটনার সাথে জড়িতদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খান পাড়ার আজিজ খানের ছেলে ব্যবসায়ী রানা খানের ব্যবসার ৬ টি ফ্রিজ কেনা হয় শহরের পালবাড়ি এলাকার যমুনা কোম্পানির শো-রুম থেকে। গত সোমবার দুপুর আড়াইটার দিকে একটি নসিমনে করে ওই ৬ টি ফ্রিজ পালবাড়ি থেকে বসুন্দিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে যশোর-খুলনা মহাসড়কের ঘুনি-দোলনঘাটায় পৌঁছালে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত নসিমন চালকের কাছ থেকে ফ্রিজগুলো ছিনিয়ে নেয়। এলাকার প্রতিপক্ষ ব্যবসায়ী আসমত আলী ও তার ছেলে রাজু সন্ত্রাসীদের দিয়ে এ ঘটনা ঘটান। যমুনা কোম্পানির মালামাল বিক্রিতে রানা খানকে বাধা দিতে তারা সন্ত্রাসীদের দিয়ে ফ্রিজ ছিনতাই করান। পরে খবর পেয়ে রানা খান বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেলের কাছে অভিযোগ করেন। এরপর রিয়াজুল ইসলাম রাসেল চেষ্টা চালিয়ে ছিনতাই হওয়া ৬ টি ফ্রিজ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেন। তবে ঘটনার সাথে জড়িতদের ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।