দেখে ঝুলন্ত রেল লাইন বা সেতুর মতো মনে হলেও এটি আসলে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের একটি চিত্র। বন্যায় রেললাইনের নিচের মাটি সরে গিয়ে এ...
দেখে ঝুলন্ত রেল লাইন বা সেতুর মতো মনে হলেও এটি আসলে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের একটি চিত্র। বন্যায় রেললাইনের নিচের মাটি সরে গিয়ে এমন অবস্থা তৈরি হয়েছে। বুধবার লালমনিরহাট-বুড়িমারী রেলপথের হাতীবান্ধা স্টেশনের কাছে এ দৃশ্য দেখা যায়।
লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা গেছে, গত রোববার লালমনিরহাটে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে করে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় লাইনের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। তা দেখে মনে হয় যে রেললাইন নয় যেন ‘ঝুলন্ত ব্রিজ’। এ কারণে ৫ দিন ধরে বুড়িমারী স্থল বন্দরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ রেল যোগাযোগ সচল হবে তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না রেলওয়ে কর্তৃপক্ষ। রেল যোগাযোগ বিচ্ছন্ন থাকায় সাধারণ মানুষের পাশাপশি চরম দুর্ভোগে পরেছে হজ যাত্রীরাও।
গত ১৪ আগস্ট সোমবার ভাঙনস্থল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।