ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে আছেন। চারদিন ধরে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে...

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে আছেন।
চারদিন ধরে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন ঢাকা উত্তরের এই মেয়র, এরমধ্যে ২ দিন ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
জানা যায়, গত ২৯ জুলাই আনিসুল হক লন্ডনে যান। সেখানে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গত ১৩ আগস্ট লন্ডনে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন।
মেয়র আনিসুল হকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও তার বন্ধু-সুহৃদরা।