যশোর মণিরামপুরের সাবেক সাংসদ অ্যাড. খানু টিপু সুলতান মস্তিষ্কের রক্তক্ষরন জনিত কারণে গুরুত্বর অসূস্থ্য হয়ে ঢাকা সেট্্রাল হাসপাতালে ভর্...
যশোর মণিরামপুরের সাবেক সাংসদ অ্যাড. খানু টিপু সুলতান মস্তিষ্কের
রক্তক্ষরন জনিত কারণে গুরুত্বর অসূস্থ্য হয়ে ঢাকা সেট্্রাল হাসপাতালে
ভর্তি। তার সূস্থতা কামনা করে পরিবারের সদস্যরা দেশবাসির কাছে দোয়া কামনা
করেছেন।
পারিবারিক সূত্রে জানাযায়, গত সোমবার যশোরোস্থ্য তার নিজ বাসভবনে
অবস্থান করা কালিন জ¦রে আক্রান্ত হয়। এ সময়ে ঘরের ডাইনিং রুমে অসতর্ক বসত:
পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর অসূস্থ্য হয়ে পড়ে । এ সময় পারিবারিক
চিকিৎসক ডাঃ কামরুজ্জামানের পরামর্শে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার
জন্য অ্যামবুলেন্সে করে মঙ্গলবার সকালে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্র্তি।
ওইদিন সেখানে পরিক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে রক্তক্ষণ ধরা পড়ে এবং
সেখানেই দ্রুত অপারেশন করা হয় এবং সেখানেই আইসিইউতে নিউরোলজিষ্ট ডাঃ
আব্দুলাহ-এর নিবিড় পর্যবেক্ষনে রয়েছে। তার সূস্থ্যতা কামনায় তার পরিবারের
সদস্যরা দেশবাসির দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য সাবেক এই সাংসদ যশোর-৫ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত
হয়েছিলেন। এছাড়া যশোর জেলা আওয়ামীলীগের সভাপতিসহ বৃহত্তর যশোর জেলা
ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যের
দায়িত্ব পালন করেছেন।
এদিকে তার অসূস্থ্যতার খবরে মণিরামপুর তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া
নেমে এসেছে। মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তার জন্য দোয়া কামনা
হয়েছে। তার সূস্থ্যতা কামনায় বিবৃতি প্রদান করেছেন মণিরামপুরের সাবেক
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মিকাইল হোসেন, যুবলীগের
সাবেক সভাপতি দেবাশিষ সরকার বাবু, সেচ্ছাসেবকলীগ আহবায়ক অরবিন্দু হাজরা,
যুগ্ম আহবায়ক সেলিম রেজা, শহিদুল ইসলাম, মামুনুর রশিদ লাল্টু, কৃষকলীগের
সভাপতি সূকৃতি বিশস, সাধারণ সম্পাদক আবুল ইসলাম সহসভাপতি রবিউল ইসলাম,
যুগ্ম সম্পাদক প্রভাষক মামুন-অর-রশিদ জুয়েল, যুবলীগ নেতা জয়ন্ত বোস, জয়ন্ত
বিশস বলায়, রফিকুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ সদস্য শহিদ, আব্দুর রব, মেম্বর
সঞ্জয় রাহাসহ মণিরামপুর আপামর জনতা।
সূত্রঃ দৈনিক ডেসটিনি