যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনে বাস-ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষে স্বপন ঘোষ (৫০) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টা...
যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনে বাস-ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষে স্বপন ঘোষ (৫০) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে যশোরের শার্শা উপজেলার নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির পাশে। নিহত স্বপন ঘোষ, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার মতিগঞ্জ গ্রামের নিতাই ঘোষের ছেলে।শুক্রবার সকালে তারা দেশে ফেরার জন্য সেখান থেকে একটি ট্যাক্সিযোগে বেনাপোলের চেকপোস্টের উদ্দেশে যাচ্ছিলেন। যশোর-বেনাপোল মহ্সড়কের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছুলে বিপরীতমুখি একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্যাক্সিটির। এতে ট্যাক্সিতে থাকা স্বপন ঘোষ, কাজল, অঞ্জনা এবং চালক আমজাদ আহত হন।’
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ও কুইন্স হসপিটালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় স্বপন ঘোষ মারা যান। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্নী ডাক্তার কৌশিক শিকদার ভারতীয় নাগরিক স্বপন ঘোষের মৃত্যুর নিশ্চিত করেছেন।হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের ইন্টার্নী ডাক্তার লিমা ও ডাক্তার অনন্যা পাল জানান, ‘কাজল ও অঞ্জনার অবস্থা আশংকাজনক। ’ নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে।’