যশোর-ছুটিপুর সড়কে যাত্রীবাহী বাস উল্টে ২৫ শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা ব...
যশোর-ছুটিপুর সড়কে যাত্রীবাহী বাস উল্টে ২৫ শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাগমারায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের রাস্তার অবস্থা খুব খারাপ। বাসটি দ্রুত গতিতে চলছিল। এ সময় রাস্তার একটি গর্তের মধ্যে চাকা পড়লে বাসটি উল্টে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ছুটিপুর থেকে একটি বাস যশোরের উদ্দেশে ছেড়ে আসে। ওই সময় হালিহল নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ছুটি হওয়ায় বাড়ি ফিরতে শিক্ষার্থীদের অনেকে ওই বাসে চড়ে। কায়েমকোলা বাগমারা এলাকায় বাসটি উল্টে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে অন্তত ২৫ শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত শিক্ষার্থীদের সবার বাড়ি যশোর সদর উপজেলার হালসা গ্রামে। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক জানান, আহতদের চিকিৎসা চলছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।