সৌদি আরবে আসন্ন হজ পালন করতে গিয়ে মক্কা নগরীতে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। খুলনার আবুল হোসেন শেখ (৬১), বাগেরহাটের ইদ্রিস...

সৌদি আরবে আসন্ন হজ পালন করতে গিয়ে মক্কা নগরীতে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
খুলনার আবুল হোসেন শেখ (৬১), বাগেরহাটের ইদ্রিসুর রহমান (৭৯), পাবনার আবদুর সাত্তার (৫৬) ও কুমিল্লার মানিক মিয়া (৭৪)।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনার আবুল হোসেন শেখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কা আল মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি জে ০৬১০৭৭৭ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৫৪।
স্থানীয় সময় বৃহস্পতিবার শেখ ইদ্রিসুর রহমান মক্কা আল মুকাররমায় অসুস্থ হয়ে মারা যান। তার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিকে ০৮৪৬২২৪ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৮৫।
পাবনা জেলার চাদমোহর উপজেলার হানডিয়াল গ্রামের আবদুর সাত্তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মক্কা আল মুকাররমায় । তার পাসপোর্ট নম্বর বিজে ০৯৬৯৪৫১ ও পিলগ্রিম আইডি ১৩১৮২২৬।
স্থানীয় সময় বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর জেলার মানিক মিয়া অসুস্থ হয়ে মক্কা আল মুকাররমায় তার হোটেলে মারা যান। তার পাসপোর্ট নম্বর বিপি ০০৯৭৮৯৩ ও পিলগ্রিম আইডি ১২০৩১৬৯।
সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।