আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের বিরুদ্ধে চক্রান্ত এখনো শেষ হয়নি। অশুভ শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ...
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের বিরুদ্ধে চক্রান্ত এখনো শেষ হয়নি। অশুভ শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এখন সেটা আদালতের মাধ্যমে হচ্ছে।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এখন এ নিয়ে অনেকেই সমালোচনা করছেন। যখন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিচার চলছিল, সেই সময় তার পরিবারের সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন আইন কোথায় ছিল? তখন কেন আপনারা বলেননি, প্রধান বিচারপতি একটি বিচারাধীন মামলার আসামির পরিবারের সঙ্গে দেখা দিয়ে তার শপথ ভঙ্গ করেছেন। তখনইতো তিনি শপথ ভঙ্গের দায়ে অভিযুক্ত হতেন। তখন কেন আপনারা কথা বলেননি।’