যশোরে সোহরাব হোসেন (৬০) নামে এক দিনমজুর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে শহরের শংকরপুর চোপদারপ...
যশোরে সোহরাব হোসেন (৬০) নামে এক দিনমজুর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইনে এ ঘটনা ঘটে। রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জোনরেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত সোহরাব হোসেন চোপদারপাড়ার শুকুর আলীর ভাড়াটিয়া। তার বাবার নাম মৃত আলফু শেখ। ঘটনাস্থল থেকে প্রতিবেশী সেলিনা বেগম জানান, পারিবারিক কলহের কারণে ৩/৪ দিন আগে রাগারাগি করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। আজ ভোর পৌনে ৪টার দিকে খুলনামুখী মহানন্দা ট্রেনটি যশোর রেল জংশন ছেড়ে যাচ্ছিল। এসময় সোহরাব ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। যশোর জিআরপি ক্যাম্পের ইনচার্জ এসআই ইদ্রিস আলী বলেন, ট্রেনের চাকায় ওই ব্যক্তি মাথা এবং শরীর আলাদা হয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ছেড়ার চিহ্নও রয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে।