যশোরের বেসরকারি এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সজীব বাড়ৈ (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুুলিশ। শুক্রবার সন্ধ্যা...
যশোরের বেসরকারি এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সজীব বাড়ৈ (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুুলিশ। শুক্রবার সন্ধ্যায় শহরের খোলাডাঙ্গা এলাকায় ‘বন্ধন’ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের টয়লেট থেকে এ লাশ উদ্ধার করা হয়। সজীব বাড়ৈ ফরিদপুর সদর উপজেলার পারুলিয়া গ্রামের ভোলানাথ বাড়ৈর ছেলে। যশোর কোতোয়ালি থানার এসআই আকরাম হোসেন জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ‘বন্ধন’ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যান। ওই কেন্দ্রের একটি টয়লেটের ভেন্টিলেটারের সাথে সজীব বাড়ৈ পরিহিত লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এ সময় তিনি (এসআই) মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের কাছ থেকে জানতে পারেন সপ্তাহ খানেক আগে সজীব বাড়ৈকে সেখানে ভর্তি করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা টয়লেটে সজীব বাড়ৈর লাশ দেখতে পান। ‘বন্ধন’ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা পুলিশকে জানান, বিকালে সুযোগ বুঝে সজীব বাড়ৈ টয়লেটে গিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।