যশোর সদর উপজেলার খিতিবদিয়ায় রেল লাইনের ওপর থেকে পুলিশ অজ্ঞাত নামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। রেল লাইনের উপর পড়ে থাকতে দেখে বৃহস্পতিবার...
যশোর সদর উপজেলার খিতিবদিয়ায় রেল লাইনের ওপর থেকে পুলিশ অজ্ঞাত নামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। রেল লাইনের উপর পড়ে থাকতে দেখে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জিআরপি’র ইনচার্জ মো. ইদ্রিস আলী মৃধা লাশটি উদ্ধার করার পর ময়না তদন্ত করার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান।
এসআই ইদ্রিস আলী মৃধা জানিয়েছেন, লোকটির বয়স অনুমান ৬৫ বছর। বৃহস্পতিবান সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তিকে খিতিবদিয়ার রেল লাইনের ওপর মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথার পিছনে থেথলানো ও ডান হাতের বাহু শরীর থেকে বিছিন্ন অবস্থায় পড়ে ছিল। ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে বলে এসঅই মৃধা নিশ্চিত করেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।