‘টিভিতে একটি বিজ্ঞাপন প্রচারিত হয় ‘কত কথা বলেরে’ শিরোনামে। ওবায়দুল কাদেরকে দেখলেই ওই বিজ্ঞাপনের কথা মনে পড়ে আমার। বিএনপি কে নিয়ে তিনি এ...
‘টিভিতে একটি বিজ্ঞাপন প্রচারিত হয় ‘কত কথা বলেরে’ শিরোনামে। ওবায়দুল কাদেরকে দেখলেই ওই বিজ্ঞাপনের কথা মনে পড়ে আমার। বিএনপি কে নিয়ে তিনি এতো মিথ্যা ও অশোভন ভাষা ব্যবহার করেন যে, তার উত্তরে যা বলা প্রয়োজন তা আমরা বলতে অভ্যস্ত না।’প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম ঢালী। আরো বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ,
বিএনপি নেতা গয়েশ্বর আরো বলেন, আমার ব্যক্তিগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যেটুকু বুঁঝি, শেখ হাসিনা আরেকটা নির্বাচন করবে না। আবার ২০১৪ সালের ৫ই জানুয়ারির মতো নির্বাচনও করতে পারবে না। হয়ত তৃতীয় কোনো শক্তির হাতে ক্ষমতা তুলে দেবেন। শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবেন না বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ক্ষমতাসীনদের উপর থেকে নিচ পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীরা ফেঁসে যাবে।