অঙ্গেই ফুটে ওঠে নারীর সৌন্দর্য। বেশিরভাগ ক্ষেত্রে নারীর স্তনের বিচারেই নির্ধারিত হয় তার সৌন্দর্যের মাপকাঠি। কিন্তু তা নিয়ে প্রতিযোগি...

অঙ্গেই ফুটে ওঠে নারীর সৌন্দর্য। বেশিরভাগ ক্ষেত্রে নারীর স্তনের বিচারেই নির্ধারিত হয় তার সৌন্দর্যের মাপকাঠি। কিন্তু তা নিয়ে প্রতিযোগিতা কী হতে পারে? দেশের নাম চিন হলে অবশ্যই হতে পারে।
সম্প্রতি প্রতিবেশী দেশে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ব্রেস্ট মডেল প্রতিযোগিতা। যেখানে অংশ নিয়েছিলেন ১১ জন চিনা সুন্দরী।
তাদেরন সকলকে হারিয়ে সেরা স্তনের অধিকারীর শিরোপা জিতে নিয়েছেন ২৩ বছরের লিউ কিয়ানকিয়ান। নিজের এই জয়ে নিজেই অবাক হয়েছেন লিউ। কারণ সুন্দরী হলেও নিজের স্তনযুগলকে কখনই সুন্দর মনে করতেন না তিনি। কিন্তু তার বিচারেই আজ চিনের সেরা সুন্দরীদের তালিকায় পড়ে গেছেন তিনি।ছোটবেলা থেকেই মডেল হওয়ার ইচ্ছে ছিল লিউর। আর ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শোয়ের অন্ধ ভক্ত তিনি। হাই প্রোফাইল এই ফ্যাশন শোয়ে হাঁটেন স্বল্পবসনা মডেলরা। সেই শো দেখেই ক্যাটওয়াক শিখেছেন বলে জানান ৫ ফুট ৯ ইঞ্চির মডেল।
স্তনের মাপের নিরিখে নারীর সৌন্দর্য বিচারের এই প্রতিযোগিতা নিয়ে আলোচনা কম হয়নি। শালীনতা ভঙ্গের দায়ে এর বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকে। তবে অনেকে আবার এমন মুক্ত চিন্তাধারার প্রশংসাও করেছেন।
এমন আলোচনা-সমালোচনা যে শুনতে হবে তা আগে থেকেই জানতেন লিউ। এ নিয়ে এখন আর খুব একটা বেশি মাথা তিনি ঘামাচ্ছেন না। এখন তার একটাই লক্ষ্য, যে ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শো দেখে তিনি বড় হয়েছেন সেই হাই প্রোফাইল রেড কার্পেটে একবার হাঁটা।