ঈদের ছুটি তিনদিন বেড়ে ছয়দিন হওয়ার বিষয়টি আলোচিত হলেও শেষ পর্যন্ত আর সেটি চূড়ান্ত হয়নি।২৮শে আগস্ট সোমবার মন্ত্রিসভা বৈঠকে ছুটি বাড়ানোর বি...
ঈদের ছুটি তিনদিন বেড়ে ছয়দিন হওয়ার বিষয়টি আলোচিত হলেও শেষ পর্যন্ত আর সেটি চূড়ান্ত হয়নি।২৮শে আগস্ট সোমবার মন্ত্রিসভা বৈঠকে ছুটি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ঈদের আর চারদিন বাকি তাই এ সময়ের মধ্যে ছুটি বাড়ানোর কোনো সম্ভাবনাও দেখছে না জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৮শে আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। বৈঠকের বিষয়ে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ঈদের ছুটি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছি কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি।’ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) বিভিন্ন কারণ দেখিয়ে ঈদের ছুটি ৬ দিন করার সুপারিশ করে। তারা দুই ঈদের ছুটি ৩ দিন করে ৬ দিন বাড়িয়ে নৈমিত্তিক ছুটি ২০ দিনের পরিবর্তে ১৪ দিন করতে বলেছিল। কিন্তু নীতি-নির্ধারণী সিদ্ধান্তের বিষয় হওয়ায় এ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রয়োজন। কিন্তু তার আগে বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন নেয়া দরকার। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। কিন্তু সেটি সোমবার পর্যন্ত ফেরত আসেনি।