শক্তিশালী হারিকেন হার্ভে’র প্রভাবে সৃষ্ট বন্যায় প্লাবিত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কিছু শহর। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
ভারীবর্ষণে প্লাবিত হয়ে হাউসটনের পাশের হাইওয়ে সম্পন্ন পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া হাইওয়ের ওপর বিস্তীর্ণ জলরাশি ৩ থেকে ৪ ফুট উচ্চতায় টেউ প্রবাহিত হচ্ছে। যা দেখতে লাগছে মহাসাগরের মতো।
বৃহস্পতিবার সকালে সিএনএন এমন খবর জানায়। কয়েক দিন আগেও হাউসটনের আশপাশ এলাকার হাইওয়েতে পুরোদমে যানবাহন চলাচল করত। এখন সেখানে পানির উত্তাল টেউ। এরই মধ্যে কাউকে নৌকা যোগে গন্তব্যে ছুটতে দেখা যায়।
খবরে বলা হয়, হার্ভের প্রভাবে টেক্সাসে ভারীবর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যায় লুটপাট ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
0 coment rios: