রাজবাড়ীর গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত(৫৩)এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত(৫৩)এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনটি সন্ধ্যা ৭ টায় উথলী স্টেশনে এসে দাঁড়ায়। এ সময় ষ্টেশনের অদূরে অজ্ঞাত ওই ব্যক্তি বসেছিলো। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর সে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। ট্রেনে কাটা পড়ে তার মস্তক শরীর হতে বিচ্ছিন্ন হয়ে যায়।
এলাকাবাসী ধারণা করছে, অজ্ঞাত ওই ব্যক্তি স্বেচ্ছায় ট্রেনের নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে পোড়াদহ জিআরপি পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।