দেশের মাটিতে টেস্ট সিরিজ। অন্য সবার মতো উচ্ছ্বাস আছে তাসকিনের মাঝেও। জানালেন স্বপ্নের উইকেট স্মিথ এবং ওয়ার্নারকে ফেরাতে চান। প্রথম ট...
দেশের মাটিতে টেস্ট সিরিজ। অন্য সবার মতো উচ্ছ্বাস আছে তাসকিনের মাঝেও। জানালেন স্বপ্নের উইকেট স্মিথ এবং ওয়ার্নারকে ফেরাতে চান। প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দলে মোস্তাফিজ-শফিউলদের সঙ্গী তাসকিন। সোমবার মিরপুরে অনুশীলন সেরে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন।
তাসকিন বলেন, টেস্ট ক্রিকেটের প্রত্যেকটি উইকেটই মূল্যবান। তাদের টপঅর্ডারে যারা আছেন, সবাই খুব ভালো ফর্মে আছেন। আমার স্বপ্নের উইকেটের মধ্যে আছেন ওয়ার্নার- স্মিথ। প্রতিপক্ষকে ঘায়েল করতে হোম গ্রাউন্ডে প্রতিবারই স্পিন সহায়ক উইকেটে ভরসা রাখে বাংলাদেশ। তাতে সফলতার হারই বেশি।