২৩ শে আগস্ট সন্ধ্যা ৬ টায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয় মিনার রহমানের নতুন গান ‘কি তোমার নাম’ এর টিজার। আর প্রকাশের একদিনের মধ্যেই গানটির টিজারের ভিউ ১ লাখ অতিক্রম করে যায়। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর করেছেন মিনার নিজেই। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। মিনারের এ নতুন গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রাহমান অংশু। এর শুটিং হয়েছে নেপালে। কাঠমুন্ডু, নাগরকোট এবং ভক্তপুরের বিভিন্ন মনোরম এবং ঐতিহাসিক লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়। চমকের বিষয় হলো এ মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নেপালের একজন নায়িকা। তার নাম রেবিকা গুরুং। ঈদ উল আযহা এর আগের দিন পুরো মিউজিক ভিডিওটি গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। ইতিমধ্যে গানটির টিজার মিনারের ভক্ত শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
সাড়া ফেলেছে মিনারের নতুন গানের টিজার
২৩ শে আগস্ট সন্ধ্যা ৬ টায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয় মিনার রহমানের নতুন গান ‘কি তোমার নাম’ এর টিজার। আর প্রকাশের একদিনের মধ্যেই গানটির টিজারের ভিউ ১ লাখ অতিক্রম করে যায়। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর করেছেন মিনার নিজেই। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। মিনারের এ নতুন গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রাহমান অংশু। এর শুটিং হয়েছে নেপালে। কাঠমুন্ডু, নাগরকোট এবং ভক্তপুরের বিভিন্ন মনোরম এবং ঐতিহাসিক লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়। চমকের বিষয় হলো এ মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নেপালের একজন নায়িকা। তার নাম রেবিকা গুরুং। ঈদ উল আযহা এর আগের দিন পুরো মিউজিক ভিডিওটি গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। ইতিমধ্যে গানটির টিজার মিনারের ভক্ত শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
0 coment rios: