যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জাতীয়তাবাদী শেতাঙ্গদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি সহিংস হয়ে ওঠায় সেখানে জরুরি অবস্থা জারি...
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জাতীয়তাবাদী শেতাঙ্গদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি সহিংস হয়ে ওঠায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভার্জিনিয়ার শার্লটসভিলে জাতীয়বাতী শেতাঙ্গদের বিক্ষোভ সহিংস রূপ নিলে অঙ্গরাজ্যের গভর্নর টেরি ম্যাকঅলিফি জরুরি অবস্থা জারি করেন।
শেতাঙ্গ জাতীয়তাবাদীদের এই বিক্ষোভকে কেন্দ্র করে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ চলাকালে একটি গাড়ি ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়া হলে চাপা পড়ে এক নারী নিহত হয়।
এছাড়া শার্লটসভিলের কাছে হেলিকপ্টার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মরত পুলিশের দুই সদস্য। যদিও হেলিকপ্টারটি ঠিক কী কারণে বিস্ফোরিত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
