দ্বিতীয় বারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলছে, তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত...

দ্বিতীয় বারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলছে, তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম ৪৭ মিনিট আকাশে ওড়ে এবং ৩,৭২৪ কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম হয়।
ক্ষেপণাস্ত্রের সফলতাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কঠোর সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন বলেন, এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পুরোটাই এখন আমাদের হামলার আওতায় রয়েছে।
উ. কোরিয়া বলছে, শুক্রবার (২৮ জুলাই) চালানো রকেটটির মডেল ছিলো হওসং-১৪, গত ৩ জুলাইও একই মডেলের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি উত্তর জাপানের কাছে সমুদ্রে পতিত হয় বলে জানানো হয়েছে।