
অনেকদিন ধরেই আলোচনায় বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইতে তার যাওয়া নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। সকালে এক খবর তো বিকালে আরেক খবর। বার্সার দাবী কোথাও যাচ্ছেন না নেইমার, কিন্তু গণমাধ্যম বলছে পিএসজির দরজা থেকে কয়েক পা দূরে নেইমার। এমন সময় এসে মারামারি করে আলোচনায় এলেন বার্সা তারকা।
বার্সেলোনার নতুন রিক্রুট নেলসন সেমেডুর সাথে মারামারিতে জড়িয়ে পড়লেন নেইমার। মারাত্মক কোনো ইস্যু ছিলো না। অনুশীলনের সময় বল কাড়তে গিয়ে নেইমারের সাথে জোরাজুরি হয় সেমেডুর। এতেই মেজাজ হারিয়ে বসেন নেইমার। অনুশীলন থামিয়ে সেমেডুকে ধাক্কা মেরে বসেন তিনি।
এরপর আর অনুশীলনই করেননি। মাঠ ছেড়ে বাইরে চলে যেতে দেখা যায় নেইমারকে। এসময় সামনে যা পাচ্ছিলেন তাতেই লাথি বসিয়ে দিচ্ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। ভাগ্যিস সামনে পড়ে থাকা বস্তু দুটি অন্য কিছু ছিলো না, বল ছিলো।
বার্সা থেকে মন উঠে গেছে বলেই এমন কান্ড! নাকি পিএসজির সাথে চুক্তির সব কিছু চূড়ান্ত হয়ে গেছে বলে বেসামাল নেইমার। অনেকেই এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন।
কারণ ভিডিওতে সেমেডুকে খারাপ কোনো আচরণ করতে দেখা যায়নি। বল কাড়তেই নেইমারের দিকে এগিয়ে যান তিনি। এসময় একটু জোরাজুরি হলে রেগে যান নেইমার। থামিয়ে দেন অনুশীলন। তেড়ে যান সেমেডুর দিকে। এমন অবস্থায় সতীর্থরা এগিয়ে আসেন। তাদের হস্তক্ষেপে থামলেও আরেক দফায় সেমেডুর দিকে তেড়ে যান নেইমার।
এসময় সার্জিও বসকেটস নেইমারকে থামান। তবে সেমেডু মেজাজ হারাননি। ঠান্ডা মাথায় নেইমারের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন তিনি।
ভিডিওসহ
0 coment rios: