নারীদের সুরক্ষার বিষয়ে বলতে গিয়ে নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার। এ অভিনেতা জানান, ছেলেবেলায় তিনি...

নারীদের সুরক্ষার বিষয়ে বলতে গিয়ে নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার। এ অভিনেতা জানান, ছেলেবেলায় তিনিও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। লিফটের তিনি একা থাকার সুযোগ নিয়ে তার সঙ্গে অসভ্যতা করেছিলো লিফটম্যান।
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। একটি সেমিনারে অক্ষয় শিশু ও নারীদের সুরক্ষার সুনিশ্চিত করার বিষয়ে অক্ষয় জোরালো বক্তব্য দেন।
সেখানেই তিনি বলেন, `তখন আমি ক্লাস সিক্সে পড়তাম। প্রতিবেশীর বাড়ি যাব বলে লিফটে উঠেছি। তখন লিফটম্যান আমার পশ্চাৎদেশে হাত দেন। আমি সাংঘাতিক রেগে গিয়ে বাবাকে সে কথা বলে দিই। তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। তদন্ত করতে গিয়ে দেখা যায়, ওই লিফটম্যান নিয়মিত এ জঘন্য কাজ করে চলেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমি খুব লাজুক বাচ্চা ছিলাম। বাবা-মায়ের কাছে এ কথা বলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিলো। এমনকি এখনও অসুবিধে হয়। এখনও ‘Bum’ শব্দটা বলতে বেশ সমস্যা হয়। নারী ও শিশুরা যদি কোনোরকম অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়ে, তবে তারা যাতে তা পরিবারকে জানায় সে জন্য তাদের সাহস জোগাতে হবে। তবেই আমরা তাদের সুরক্ষিত রাখতে পারব।`