
সিলেটের কদমতলীতে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে জালালাবাদ গ্যাস লাইনের পাইপ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে মাইক্রোবাসসহ তিনটি গাড়ি পুড়ে গেছে। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। গ্যাস লাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে দেখেন তারা। আগুনে একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।
আগুনের সূত্রপাত হলে ঘটনাস্থলে থাকা অন্তত ছয় ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশিদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
0 coment rios: