
বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এখনো অভিনয় করে যাচ্ছেন নিয়মীত। ছোটপর্দা ও বড়পর্দা মিলিয়ে বর্তমান সময়ে বেশ ব্যস্ত তিনি। এবার অভিনয়ের ব্যস্ততার মাঝে ছেলে ফারদিনকে সঙ্গে নিয়ে রেস্তোরা ব্যবসায় নামছেন তিনি।
রাজধানীর উত্তরায় খুব শিগগরিই চালু হতে যাচ্ছে এ রেস্তোরাঁ। মৌসুমীর ছেলে ফারদিন নতুন এ রেস্তোরাঁর নাম দিয়েছেন 'মেরি মন্টানা'। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে উচ্চতর পড়াশোনা করছে ফারদিন।
এ প্রসঙ্গে মৌসুমী জানান, খুব শিগগিরই তারা একটি রেস্তোরাঁটি চালু করতে যাচ্ছেন। বর্তমানে উত্তরায় নতুন এই রেস্তোরাঁ সাজানোর কাজ চলছে। রমজানের মধ্যে এটি চালু হতে পারে।
এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমলে স্বামী ওমর সানীকে সঙ্গে নিয়ে একটি ফ্যান হাউস করেছিলেন মৌসুমী।
এদিকে, মৌসুমী বর্তমানে একে সোহেলের 'পবিত্র ভালোবাসা' এবং মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন।
0 coment rios: