এতিমের মুখে খাবার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা নিজ বৈশিষ্ট্যে বরাবরই অনন্য। সময় পেলে তিনি কখনো খোলা ভ্যানে ঘুরে বেড়ান। আবার সমুদ্র দর্শনে গিয়ে আবেগ আপ্লুত হয়ে নীল পানিতে পা ভিজিয়ে দেশবাসীর নজর কাড়েন। এবারও তিনি অনন্য ইতিহাস রচনা করলেন।
শনিবার (৩ জুন) গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু ও আলেম-ওলামাদের সম্মানে ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে একটি এতিম শিশুর মুখে নিজে হাতে খাবার তুলে দেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী ইফতারে অংশ নেয়া প্রতিবন্ধী এবং এতিম শিশুদের সঙ্গে কুশলবিনিময় করেন। মঞ্চে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, আলেম-ওলামাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
0 coment rios: