রিপাবলিকান স্বাস্থ্যনীতি কংগ্রেসের সমর্থন পাওয়ার পর ওবামাকেয়ারকে ‘মৃত’ বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্মকক্ষ প্রতিনিধি পরিষদে স্বল্পব্যবধানে পাস হয়েছে ট্রাম্পের স্বাস্থ্যনীতি। বিলের পক্ষে ২১৭টি এবং বিপক্ষে নিম্নকক্ষের ২১৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির।
নতুন এই বিলের মাধ্যমে বারাক ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’-এর বড় অংশকেই বাতিল করে দেয়া হয়েছে। কংগ্রেসে এই প্রথম বড় ধরনের কোনো সাফল্য পেলেন ট্রাম্প। ডেমোক্রেটরা দাবি করেছেন, ট্রাম্পের এই আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট যুক্তরাষ্ট্রের লাখ লাখ লোককে স্বাস্থ্যবীমা থেকে দূরে রাখবে।
বিলটি পাসের পর এক টুইটার বার্তায় হিলারি ক্লিনটন বলেছেন, লাখ লাখ পরিবার তাদের এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবে। ওবামাকেয়ার বাতিলের নিন্দা জানিয়ে ডেমোক্রেট দলের আইনপ্রণেতা বার্নি স্যান্ডার্স বলেছেন, হাজার হাজার আমেরিকান মৃত্যুর মুখে পড়তে পারে। কারণ তাদের আর সেবা পাওয়ার সুযোগ নেই।
তিনবারের প্রচেষ্টায় ট্রাম্প স্বাস্থ্যনীতি বিলটি পাস করাতে সমর্থ হলেন। চলতি বছরের শুরুতে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে এটিকেই ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য বলে মনে করছেন বিশ্লেষককরা।
বিলটি পাসের পর হোয়াইট হাউসে রিপাবলিকানদের নিয়ে ছোটখাটো উৎসবই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
0 coment rios: