ইংলিশ প্রিমিয়ার লিগে সাত মাস পর পরাজয়ের ‘স্বাদ’ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন জাগিয়ে তুলল আর্সেনাল। ঘরের মাঠে হোসে মরিনহোর দলকে ২-০ গোলে পরাজিত করে গানাররা।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গ্রানিত জাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। তিন মিনিট পর খেলার ৫৭তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ড্যানি ওয়েলব্যাকের গোলে জয় নিশ্চিত হয় আর্সেন ওয়েঙ্গোরের দলের। পেশাদার কোচিং ক্যারিয়ারে ১৩তম বারের চেষ্টায় মরিনহোকে হারালেন ওয়েঙ্গার।
গত বছরের অক্টোবরে চেলসির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকে লিগে টানা ২৫ ম্যাচ অপরাজিত ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় সাত মাস অপরাজিত থাকার পর রোববার হারের ’স্বাদ’ পেল দলটি।
গত বছরের অক্টোবরে চেলসির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকে লিগে টানা ২৫ ম্যাচ অপরাজিত ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় সাত মাস অপরাজিত থাকার পর রোববার হারের ’স্বাদ’ পেল দলটি।

এই জয় সত্ত্বেও ৩৪ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরেই রইল আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে চারে এবং লিভারপুল ৩৬ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে।
0 coment rios: