জানুয়ারিতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তন আসে। ২২ বছর ধরে ক্ষমতায় থাকা একনায়ক ইয়াহিয়া জামেহ ক্ষমতা ছেড়ে নির্বাসনে যান। ক্ষমতা নেন আদামা ব্যারো। তবে ইয়াহিয়া জামেহ রাতের অন্ধকারে খালি হাতে পালিয়ে যাননি। সঙ্গে নিয়েছেন রাষ্ট্রীয় কোষাগারের ৫ কোটি ডলার। দেশটির বিচার মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন প্রেসিডেন্ট আদামা ব্যারো উদ্যোগে দেশটিতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। আর শুরুতেই জানানো হয়েছে সাবেক প্রেসিডেন্টের অর্থ আত্মসাতের বিষয়টি। বিচার মন্ত্রী আবুবক্কর তামবাদু বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ দেশ ছাড়ার আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫ কোটি ডলার বেআইনি ভাবে নিয়ে গেছেন। তিনি একটি টেলিকম কোম্পানির মাধ্যমে এ অর্থ দেশের বাইরে সরিয়েছেন।’
গাম্বিয়া সরকার বলছে, ইয়াহিয়া জামেহ ও তার সহযোগিদের নামে ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। সাবেক এ প্রেসিডেন্টের সঙ্গে ১৪টি কোম্পানির সংশ্লিষ্টতা ছিল। এখন তার এসব আর্থিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
১৯৯৪ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ইয়াহিয়া জামেহ। টানা ২২ বছর ক্ষমতায় থাকার পরে গত ডিসেম্বরের নির্বাচনে হেরে যান তিনি। কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা ব্যারোর হাতে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান। এ নিয়ে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়।
গত জানুয়ারিতে ব্যারোর অনুরোধে হস্তক্ষেপ করে পাশের দেশ সেনেগালের সেনাবাহিনী। অভিযানের মুখে রাতের অন্ধকারে কানাডার একটি কার্গো বিমানে দেশ ছাড়েন ইয়াহিয়া জামেহ। ইকুটোরিয়াল গিনিতে নির্বাসনে যান তিনি। গাম্বিয়ায় ক্ষমতা নেন আদামা ব্যারো।
সেইসময় নতুন সরকার অভিযোগ করে, দেশ ছাড়ার সময় ইয়াহিয়া জামেহ বিলাসবহুল গাড়িসহ অনেক মূল্যবান জিনিস সাথে নিয়ে গেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে ১ কোটি ১০ লাখ ডলারের বেশি অর্থ সরিয়েছেন। এবার হিসাব করে এ সংখ্যায় সংশোধন এনেছে দেশটির সরকার। বলা হচ্ছে ১ কোটি ১০ লাখ ডলার নয়, ইয়াহিয়া জামেহ সঙ্গে নিয়ে গেছেন পুরো ৫ কোটি ডলার।
0 coment rios: