গানটি বেশ জনপ্রিয় হয়েছিলো কিন্তু হঠাৎ করেই সেটি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা এবং বাড়তে থাকে। বলছি বলিউডের গায়ক শ্রেই সিংঘালের গানের একটি মিউজিক ভিডিও নিয়ে। যেটিতে অশ্লীলতার মাত্রাটা অনেক বেশীই মনে হয়।
গানটিতে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী আকাঙ্খা পুরি এবং তার সাথে গায়ক শ্রেই সিংঘালও ছিলেন। তবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উষ্ণভাবে নিজেকে উপস্থাপন করেছেন আকাঙ্খা। যার জন্য ইউটিউবে তুমুল সমালোচনার পাত্রী হলেন তিনি তবে বাদ পড়েননি শ্রেই সিংঘালাও। ঠাট্টার পাত্র হলেন সবার কাছে, কেননা তাকে কেউ কেউ আকাঙ্খার ছেলে বলে উল্লেখ করেছেন।
কেউ বলেছেন- গানটি অসাধারণ হলেও ভিডিওটি একদম বেমানান, কেউ বলেছেন পর্ণ ভিডিও। ইউটিউবের বেশিরভাগই সমালোচনা ছিল নেতিবাচক।
0 coment rios: