ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইমানুয়েল মাক্রোঁ। রোববার রাজধানী প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে নতুন প্রেসিডেন্টের অভিষেক সম্পন্ন হয়। খবর বিবিসির।
নতুন প্রেসিডেন্টের অভিষেককে কেন্দ্র করে প্যারিসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয়। ম্যাখোঁ দায়িত্ব নেওয়ার পরপরই বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এলিসি প্রাসাদ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছেন।
এক সপ্তাহ আগে মধ্যপন্থি স্বতন্ত্র প্রার্থী মাক্রোঁ প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফে ৬৬ শতাংশ ভোট পেয়ে কট্টরপন্থি প্রার্থী মারিন লো পেনকে পরাজিত করেন।
এর আগে কখনোই কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি মাক্রোঁ। মাত্র এক বছর আগে তার মধ্যপন্থি রাজনৈতিক আন্দোলন ‘এগিয়ে যাও’ এর পথচলা শুরু হয়। গত পাঁচ বছর ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন অলন্দ। তার ক্ষমতার পুরো সময়টি বেকারত্বের উচ্চহার ও ধারাবাহিক সন্ত্রাসী হামলার মোকাবিলা করেছে ফ্রান্স। বীর নেপোলিয়নের পর ৩৯ বছর বয়সী মাক্রোঁ হলেন দেশটির সবচেয়ে তরুণ নেতা।
0 coment rios: