হাশিম আমলার ক্যারিয়ারটা অল্প ক’দিনের নয়; পাক্কা ১২ বছর। এই দীর্ঘ এক যুগে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে একটাও সেঞ্চুরি ছিল না তাঁর। অথচ এই আইপিএলেই পেয়ে গেলেন গোটা দুই সেঞ্চুরি।
১২ বছরের আক্ষেপ তিনি ঘুঁচালেন মাত্র ১৭ দিনেই। গত ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬০ বলে ১০৪ রান করেছিলেন হাশিম আমলা। রোববার গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ১০৪ রান করার পথে ৬০ বলই খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের এই ডান হাতি ব্যাটসম্যান।
দু’বারই ছক্কা মেরে সেঞ্চুরি করেন আমলা। আটটি করে চার ছিল প্রতিটি ইনিংসেই। ছক্কার সংখ্যায় অবশ্য মিল নেই। সেদিন ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন আমলা। গুজরাট লায়ন্সের বিরুদ্ধে আমলা ছক্কা মারেন পাঁচটি। সেবার ৫০ করেছিলেন ৩৪ বলে। ৫৮ বলে আসে শতরান। গুজরাতের বিরুদ্ধে আমলা ৩৫ বলে পঞ্চাশ করেন। ৫৯ বলে সেঞ্চুরি!
0 coment rios: