এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র সঞ্জয় অধিকারীকে অপহারণের চেষ্টা করা হয়েছে। অসুস্থ্য অবস্থায় উপজেলার গোলাঘাটা নামক স্থনে বিল থেকে ঐ ছাত্রকে উদ্ধার করা হয়েছে।
মণিরামপ্রর উপজেলার নাগরঘোপ গ্রামের ব্যাবসায়ী বাবুল অধিকারী জানান, তার পূত্র সঞ্জয় অধিকারী কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর খ-বিভাগের ছাত্র। তার রোল- ১৬৮। সোমবার সকালে প্রতিদিনের ন্যায় বাস যোগে বাড়ি থেকে কেশবপুরের ত্রিমোহিনী মোড়ে পৌছায়। এসময় শহরের চিংড়া হোটেলের পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় কতিপয় ব্যক্তি তার পথরোধ করে নাকে চেতনা নাশক দিয়ে অচেতন করে মোটর সাইকেল যোগে নিয়ে যায়। কেশবপুর গোলাঘাটা মোড়ের পাশে বিলের মধ্যে পৌছালে তার চেতনা ফিরে আসলে অপহারণ কারীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে পথচারীরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্কুলে নিয়ে আসে। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
0 coment rios: