আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ঢাকা অফিসার্স ক্লাব হলরুমে ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির বিশেষ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে অনুষ্ঠিত হবে। কেননা, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোন সুযোগ নেই। ’
তিনি আরো বলেন, বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, আগামী নির্বাচনে আর সে ভুল করবে না। কারণ যে ভুল করে তাকেই ভুলের খেসারত দিতে হয়।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, সংবিধানে যেভাবে লেখা রয়েছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, অহেতুক কথা চালাচালি করে আপনারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না।
হাওর অঞ্চলে সরকার বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা দিচ্ছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, বিএনপি এ অঞ্চলের অসহায় মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি করছে। তাদের এ ধরনের রাজনীতির কোন যৌক্তিকতা নেই।
অসহায় মানুষকে নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতি করার অন্য অনেক জায়গা রয়েছে।
হানিফ আরো বলেন, হাওর অঞ্চলের অসহায় মানুষদের নিয়ে শুধু অভিযোগ না করে তাদের পাশে দাঁড়ালে তারা উপকৃত হবে।
কুষ্টিয়া জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আকতার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির, কুষ্টিয়া জেলা সমিতির মহাসচিব মো. আব্দুর রউফ ও বার্ষিক সাধারণ সভার আহবায়ক এম এ সালাম।
0 coment rios: