কটি সিট পাওয়া তো দূরের কথা; যেখানে ছাদের ওপরে কোন রকমে নিজের বসার জায়গা করে নিতে পারলেও খুশি আপনি। এই আশ্চর্যজনক ছবিগুলো আর বিশ্বের অন্য কোথার নয়। এটা বাংলাদেশে নিত্যদিনের ট্রেন যাত্রীদের ঘরে ফেরার লড়াইয়ের দৃশ্য।
প্রতিদিন রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরতে ট্রেনে চড়ার জন্য একে অপরের ওপর লতাপাতার মতো ঝুলছে হাজার হাজার যাত্রী। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের ক্যামেরায় এ মর্মান্তিক ছবিগুলো তোলা হয়েছে। সোমবার বাংলাদেশি ট্রেন যাত্রীদের দুর্ভোগ নিয়ে এই ফিচার প্রতিবেদনটি প্রকাশ করেছে পত্রিকাটি। ফটো ফিচারটি যমুনা নিউজ টুয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হল।
ছবিতে দেখা যাচ্ছে পুরুষ, নারী ও শিশুরা ১২ ফুট উঁচুতে ট্রেনের ছাদে ওঠার জন্য একে অপরকে ধাক্কা দিচ্ছেন। কাজ শেষে বাড়ি ফেরার জন্য তারা রীতিমতো এভাবেই লড়াই করে থাকেন। তাদের একটাই লক্ষ্য কোন রকমে বাড়ি পৌঁছানো। তাই বিপজ্জনক ট্রেন ভ্রমণে নিজেদের জন্য কোন রকম জায়গা করে নিতে পারলেই খুশি যাত্রীরা।
0 coment rios: