বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ মোহামেডান ক্লাবে আজ আসবেন। সংবাদটি শুনে ক্লাবের ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে শুরু হলো উত্তেজনা। শুরু হলো অপেক্ষা- কখন আসবেন তাদের স্বপ্নের তারকা।
অবশেষে মিরাজ দুুপুরে পৌঁছলেন মোহামেডান ক্লাবে। তখন তিনি ক্ষুদে ক্রিকেটারদের প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন জুমার নামাজে। বলে গেলেন- ‘চিন্তা করো না। নামাজ পড়ে আসি, তোমাদের অনেক সময় দেব।’
নামাজ শেষে সবার সাথে দেখা করলেন। সবাই ব্যস্ত হয়ে পড়ল মিরাজের সাথে সেলফি তোলা ও অটোগ্রাফ নেওয়া নিয়ে। মোহামেডানের অফিসিয়ালের কেউ কেউ ক্ষুদে ক্রিকেটারদের নিভৃত করার চেষ্টা করলেও মিরাজ নিজেই সবাইকে কাছে ডাকছেন, প্রাণখুলে অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন সবাইকে।
পাশেই কে একজন বলে উঠলেন, ‘২০০ অটোগ্রাফ মনে হয় হয়ে গেছে। মিরাজ বললেন, তাতে কি? আমার খুবই ভালো লাগছে। আজ আমি ছোট ক্রিকেটারদের এ আগ্রহ উপভোগ করছি। এক সময় তো আমিও ওদের মতো ছিলাম। স্বপ্নের তারকাদের কাউকে সামনে পেলে এমনই করতাম।’
শুক্রবার বাংলা নববর্ষের দুপুরে মিরাজের ক্লাবে আসার উপলক্ষ্যই ছিল ওই ক্ষুদে ক্রিকেটাররা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে মোহামেডান ক্রিকেট একাডেমি দিনব্যাপী টুর্নামেন্ট আয়োজন করেছিল। ওই টুর্নামেন্টের প্রধান আকর্ষণই ছিলেন মেহেদী হাসান মিরাজ।
গতবারের কলাবাগান একাডেমির মিরাজ এবার মোহামেডানে নাম লিখিয়েছেন ক্রিকেটের নতুন এ সেনসেশনে।
অবশেষে মিরাজ দুুপুরে পৌঁছলেন মোহামেডান ক্লাবে। তখন তিনি ক্ষুদে ক্রিকেটারদের প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন জুমার নামাজে। বলে গেলেন- ‘চিন্তা করো না। নামাজ পড়ে আসি, তোমাদের অনেক সময় দেব।’
নামাজ শেষে সবার সাথে দেখা করলেন। সবাই ব্যস্ত হয়ে পড়ল মিরাজের সাথে সেলফি তোলা ও অটোগ্রাফ নেওয়া নিয়ে। মোহামেডানের অফিসিয়ালের কেউ কেউ ক্ষুদে ক্রিকেটারদের নিভৃত করার চেষ্টা করলেও মিরাজ নিজেই সবাইকে কাছে ডাকছেন, প্রাণখুলে অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন সবাইকে।
পাশেই কে একজন বলে উঠলেন, ‘২০০ অটোগ্রাফ মনে হয় হয়ে গেছে। মিরাজ বললেন, তাতে কি? আমার খুবই ভালো লাগছে। আজ আমি ছোট ক্রিকেটারদের এ আগ্রহ উপভোগ করছি। এক সময় তো আমিও ওদের মতো ছিলাম। স্বপ্নের তারকাদের কাউকে সামনে পেলে এমনই করতাম।’
শুক্রবার বাংলা নববর্ষের দুপুরে মিরাজের ক্লাবে আসার উপলক্ষ্যই ছিল ওই ক্ষুদে ক্রিকেটাররা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে মোহামেডান ক্রিকেট একাডেমি দিনব্যাপী টুর্নামেন্ট আয়োজন করেছিল। ওই টুর্নামেন্টের প্রধান আকর্ষণই ছিলেন মেহেদী হাসান মিরাজ।
গতবারের কলাবাগান একাডেমির মিরাজ এবার মোহামেডানে নাম লিখিয়েছেন ক্রিকেটের নতুন এ সেনসেশনে।
0 coment rios: