শেষপর্যন্ত মুক্তির অনুমতি পেয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ নামে হিন্দি ছবিটি। তবে ছবিটিকে প্রাপ্তবয়স্কদের জন্য (অ্যাডাল্ট) বলে সার্টিফিকেশন দিয়েছে ভারতের চলচ্চিত্র সেন্সর কর্তৃপক্ষের আপিল বোর্ড।
এর আগে ভারতের সেন্সর বোর্ড ছবিটির মুক্তি আটকে দিয়েছিল। যুক্তি ছিল, ছবিটি বেশি মহিলা কেন্দ্রিক ও তাতে যৌনতা এবং গালাগালির দৃশ্য রয়েছে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (এফসিএটি) অভিযোগ করেছিলে এতে আপত্তিজনক শব্দ এবং অডিও পর্নোগ্রাফি (ফোন সেক্স) রয়েছে।
এর আগে ভারতের সেন্সর বোর্ড ছবিটির মুক্তি আটকে দিয়েছিল। যুক্তি ছিল, ছবিটি বেশি মহিলা কেন্দ্রিক ও তাতে যৌনতা এবং গালাগালির দৃশ্য রয়েছে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (এফসিএটি) অভিযোগ করেছিলে এতে আপত্তিজনক শব্দ এবং অডিও পর্নোগ্রাফি (ফোন সেক্স) রয়েছে।
এছাড়া ছবিতে সমাজের একটি বিশেষ শ্রেণীর ব্যাপারে স্পর্শকাতর অনুভূতিও রয়েছে বলে মন্তব্য করা হয়েছিল। যাতে বোঝানো হয়েছিল তা মুসলিমদের ধর্মীয় ভাবাবেগকে আহত করতে পারে। পরে ছবিটির নির্মাতারা ছাড়পত্র দেয়ার জন্য এফসিএটিতে আবেদন করেন।এরপর আপিল বোর্ড ছবির নির্মাতাদের নির্দেশ দিয়েছে ফিল্মের বেশ কয়েকটি দৃশ্যে ব্যবহৃত হিন্দি শব্দগুলো মুছে দিতে। যার মধ্যে একটি হলো যৌনকর্মী।
ছবিটির পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব এই নিষেধাজ্ঞাকে নারী অধিকারের ওপর চরম আঘাত বলে বর্ণনা করেন। ভারতের একটি ছোট শহরের চারজন মহিলার জীবনকে কেন্দ্র করে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’র কাহিনী আবর্তিত হয়েছে। সূত্র: বিবিসি
0 coment rios: