
যশোর প্রতিনিধি: যশোরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সাকিব (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে যশোর শংকরপুর মহিলা মাদ্রাসার নিকটে এ ঘটনা ঘটে। নিহত সাকিব সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে। সে যশোর কলেজে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, রোববার রাত ১০টার দিকে সাকিব, সেতু ও পিয়াস তিন বন্ধু যশোর বাস টার্মিনাল থেকে মোটরসাইকেল যোগে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে শংকরপুর মহিলা মাদরাসা এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে সাকিব গুলিবিদ্ধ হন। এ সময় অন্য দুই বন্ধু ভয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। এসময়ে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেন। রাত ১১টার দিকে ঢাকা নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সার্জারি চিকিৎসক ডা. ওয়াহেদুজ্জামান আজাদ বলেন, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদার নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে সাকিবকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ অনুসন্ধানে নেমেছে, অনুসন্ধান শেষ হলেই জানা যাবে কি কারণে সাকিবকে গুলি করে হত্যা করা হয়েছে।
-
0 coment rios: