চলতি আইপিএলেও অন্যবারের মত কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন ভারতের জাতীয় দল থেকে বহু আগে বাদ পড়া গৌতম গম্ভীর। এবারের আসরের তাদের প্রথম ম্যাচেই ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে তার দল।
আর এ জয়ে পেছনে তারই অবদান রয়েছে। তবে এবার অন্য একটি বিষয় নিয়ে স্ত্রীর আক্রোশের শিকার হতে পারেন বলে মজা করে বলেছেন গম্ভীর।
তার একটি গোপন বিষয় হলো তিনি যেমন কথা একটু কম বলেন তেমনি নাচতে মোটেই পছন্দ করেন না তিনি। এমনকি কোনো পার্টি কিংবা ম্যাট জয়ের পরবর্তী অনুষ্ঠানে তাকে কেউ কখনোও নাচাতে পারেনি। বলিউড অভিনেতা শাহরুখ খানও এ বিষয়ে ব্যর্থ হয়েছেন বলে জানান গম্ভীর।
এছাড়া তার নিজের শ্যালকের বিয়েতেও স্ত্রীর সঙ্গে নাচের অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি। বহুবার তিনি তার স্ত্রীর অনুরোধ ফিরিয়ে দিয়েছেন।
তবে এবার একটি বিজ্ঞাপনে শুটিংয়ে তাকে নাচতে হয়েছে। আর এ বিষয়টি নিয়ে মজা করে গম্ভীর বলেন, এই খবর যদি স্ত্রী জানতে পারে তাহলে ও আমাকে খুন করে ফেলবে।
হিন্দুস্থান টাইমসে এক কলামে তিনি লিখেছেন, ''আমি একজন পুরোপুরি পাঞ্জাবী। যে বাটার চিকেন আর ডাল খেতে খুব ভালবাসে। পাঞ্জাবী গানও আমার বেশ পছন্দের। কিন্তু ডিজে গান নয়। কিন্তু আমি কোনোদিন নাচিনি, এটাতে আমাকে পাঞ্জাবীর মতো দেখাবে না।''
গম্ভীর আরও লিখেছেন, ''আমার স্ত্রী নাতাশাকে খুশি করতেও আমি কখনো নাচে পা মেলাইনি। এমন কী আইপিএলের ম্যাচ জিতে কোনো পার্টিতে শাহরুখ খানও আমাকে নাচাতে পারেননি। কেকেআর সতীর্থরাও বহুবার চেষ্টা করেও আমাকে নাচাতে পারেনি। কিন্তু এবার একটা স্পন্সর শ্যুটের জন্য আমাকে নাচতে হয়েছে। এটা দেখলে নাতাশা আমাকে মেরে ফেলবে। কারণ আমি তার কথায় বা অনুরোধে কখনো নাচিনি। তার ছোটো ভাইয়ের বিয়েতেও তার কথায় নাচিনি বলে সে আমাকে ক্রিমিনাল বলেছে।''
0 coment rios: