নতুন প্রেমে মজলেন শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার।
সম্প্রতি মুম্বাইয়ের এক পার্টিতে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা যায় তাকে। পার্টিতে বেশ কিছুক্ষণ একসঙ্গে কাটান তারা।
পরে দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে এনিয়ে সমালোচনা ঝড় উঠে। শোনা যায় নানা রকম ফিসফিসানিও।
এর আগে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল বলিউড নায়ক শহীদ কাপুরকে পছন্দ করেন সারা। তার সঙ্গে বলিউডে জুটিও বাঁধবেন শচীন কন্যা।
কিন্তু সেটা রীতিমত উড়িয়ে দেন শহীদ কাপুর। এদিকে শচীনের জনপ্রিয়তাকে কাজে লাগাতে একাধিক প্রযোজক সারাকে দিয়ে সিনেমা করাতে মুখিয়ে আছেন। তবে সারা বলিউডে পা রাখবেন কি-না এনিয়ে পরিষ্কার কিছু জানা যায়নি।
0 coment rios: