পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহেবাবা বিশারত আলী মোল্লাকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে আলাউদ্দিন। গতকাল বুধবার রাতে ঝি...
পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহেবাবা বিশারত আলী মোল্লাকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে আলাউদ্দিন। গতকাল বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের গাগান্না গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর বাবার হত্যাকারী ছেলে আলাউদ্দিন পালিয়ে যায়।
নিহত বিশারত আলী গাগান্না গ্রামের আফছার আলী মোল্লার ছেলে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বুধবার রাতে আলাউদ্দীন তার বাবার কাছে টাকা চায়। বাবা বিশারত আলী টাকা দিতে রাজি না হওয়ায় ছেলে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতেই ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে লাশ ফেলে পালিয়ে যায় ছেলে আলাউদ্দিন। তাকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ বলে জানান তিনি।