
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী মূর্তি অপসারণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৩ মার্চ) বায়তুল মোকররম মসজিদের সামনে মূর্তি অপসারণের দাবিতে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে দলটির নেতারা এ হুঁশিয়ারি দেন। এ সময় মূর্তি অপসারণের দাবিতে ১৮ মার্চ গণসমাবেশ ও ২১ এপ্রিল জাতীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে দলটি।
সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘জাতীয় ঈদগাহর কাছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী মূর্তি স্থাপন করে মুসলিমদের নামাজ বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় ঈদগাহর সম্মান রক্ষার্থে অবিলম্বে মূর্তি অপসারণ করুন।অন্যথায় কঠোর আন্দোলন গড়ে উঠলে সরকারের আখের রক্ষা হবে না।’
মাদানী বলেন, ‘৯২ ভাগ মুসলমানের দেশে সর্বোচ্চ বিচারালয় প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করা হয়েছে।’
‘প্রধান বিচারপতি মূর্তি স্থাপন করে মুসলমানদের হৃদয়ে আঘাত করায়, তার অপসারণ দাবি করছি। সুপ্রিম কোর্টের ইতিহাসে মূর্তি নেই এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অতীতে কোনো মূর্তি ছিল না। কিন্তু হঠাৎ করে কিভাবে এবং কারা এই গ্রিক মূর্তি স্থাপন করে বাংলাদেশে নতুন করে সাম্প্রদায়িক হাঙ্গামা লাগাতে চায়? তাদের খুঁজে বের করতে হবে। অন্যথায় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠবে।’
দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।
0 coment rios: