সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় হুসাইন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
শিশু হুসাইন যশোরের পালবাড়ি এলাকার মীর্জা শহীদুল ইসলামের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম জানান, শিশু হুসাইন তার পরিবারের সাথে দুইদিন আগে তার নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ সদরে তার পরিবারের সাথে ব্যাটারি চালিত ভ্যানে করে কেনাকাটা করতে এসেছিল।
এ সময় কালিগঞ্জ ব্রীজের উপর ভ্যানটি উঠলে পিছন দিকে থেকে একটি দ্রুত গতি সম্পন্ন ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। আহত হয় তিনজন। আহতদের কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
0 coment rios: