
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয়সূচক গোলে নায়কের বেশে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান ফরোয়ার্ড লুকাস পোডোলস্কি। বুধবার রাতে ডর্টমুন্ডের সিগনাল-ইদুনা-পার্কে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে ১৩০তম ও বিদায়ী ম্যাচ খেলতে নামেন পোডোলস্কি। ম্যাচ শুরুর আগে তাকে সম্মান জানানো হয়। এ সময় আন্তর্জাতিক ফুটবলে ১৩ বছরের ক্যারিয়ারে সমর্থন দেওয়ার জন্যে দর্শকদের ধন্যবাদ জানান ৩১ বছর বয়সী এই তারকা।
প্রথমার্ধে আধিপত্য ছিল ইংলিশদের;তবে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় পোডোলস্কির চমৎকার গোল। ৬৯তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন পোডোলস্কি। আন্ড্রে শুরলের ছোট পাস ধরে ২৫ গজ দূর থেকে আচমকা বিদ্যুৎ গতির শটে বল জালে জড়ান বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের সাবেক এই তারকা। জাতীয় দলের হয়ে এটা তার ৪৯তম গোল।
১-০ ব্যবধানে জয়ের আনন্দে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
0 coment rios: