সিনেমার নাম ছিলো ‘পরকীয়া প্রেম’। পরে জনপ্রিয় গান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’-এর স্রোতে গা ভাসিয়ে পরিবর্তন করা হলো ছবির নাম। জসিম উ...
সিনেমার নাম ছিলো ‘পরকীয়া প্রেম’। পরে জনপ্রিয় গান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’-এর স্রোতে গা ভাসিয়ে পরিবর্তন করা হলো ছবির নাম। জসিম উদ্দিন জাকির পরকীয়া প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইফ খান, জেফ ও নবাগতা রোদেলা তিথী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা, কাবিলা, ববি, জ্যাকি, বাদল, রেবেকা, সিরাজ হায়দার প্রমুখ।
১০ জানুয়ারি ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে। ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ সিনেমায় চারটি গান রয়েছে। নৃত্য পরিচালনা করেছেন হাবিব।