ঢালিউডের এক নম্বর নায়িকা মাহির হাতে রয়েছে ডজনখানেক ছবি— প্রেমের বাঁধন, গোলাপতলীর কাজল, জান্নাত, দুরন্ত মেঘলা, তুমি আমার সুন্দরী, পবিত্...

ঢালিউডের এক নম্বর নায়িকা মাহির হাতে রয়েছে ডজনখানেক ছবি— প্রেমের বাঁধন, গোলাপতলীর কাজল, জান্নাত, দুরন্ত মেঘলা, তুমি আমার সুন্দরী, পবিত্র ভালোবাসা, ঢাকা অ্যাটাক, হারজিৎ, ময়না, মনে রেখো, নক্ষত্রের রাত, ফালতু ও পলকে পলকে তোমাকে চাই। এতগুলো ছবির শুটিং শেষ করতে মাহির পুরো বছর লেগে যাওয়ার কথা। তিনিও জানালেন, চলতি বছরে শিডিউল খালি নেই।
‘ভালোবাসার রঙ’ অভিনেত্রী বর্তমানে রয়েছেন রাঙামাটি জেলার কাপ্তাইয়ে। সেখানে অংশ নিচ্ছেন একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’র শুটিংয়ে। সেট থেকে মঙ্গলবার বিকেলে মাহি বলছিলেন, ‘কাপ্তাই আছি প্রায় ১০-১২ দিন। মাঝে একদিন বগুড়ায় একটা শো করেছিলাম। এখানে ১৪ মার্চ পর্যন্ত কাজ করব।’
৭ মার্চ থেকে ভারতে ‘ময়না’র শুটিং করার কথা ছিল? এ প্রশ্নে তিনি বলেন, ‘৭ না ১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত তাদেরকে আমার সিডিউল দেওয়া ছিল। কিছু সমস্যার কারণে তারা ৭ মার্চ থেকে শুরু করতে চেয়েছিল। কিন্তু আমার পক্ষে টানা শিডিউল দেওয়া সম্ভব হচ্ছিল না দেখে শুটিং পিছিয়েছে, কারণ ভেঙে ভেঙে নয় টানা শুটিং করে ছবি শেষ করতে চান নির্মাতা।’

দেরি কি কলকাতার নায়ক সোহমের শিডিউল জটিলতা কারণে হয়েছে? “না না। এ ধরনের কিছু না। তাছাড়া তারা শুটিং শুরু করতে না পারায় আমি ‘পবিত্র ভালোবাসা’ শেষ করছি। এছাড়া ১৭ মার্চ থেকে ‘মনে রেখো’র শুটিং করব। মাঝে ১৯ মার্চ থেকে ‘জান্নাত’-এর দুদিন শুটিং করব। তাতে ছবিটির মূল দৃশ্যের শুটিং শেষ হয়ে যাবে, বাকি থাকবে গান।”

দেরি কি কলকাতার নায়ক সোহমের শিডিউল জটিলতা কারণে হয়েছে? “না না। এ ধরনের কিছু না। তাছাড়া তারা শুটিং শুরু করতে না পারায় আমি ‘পবিত্র ভালোবাসা’ শেষ করছি। এছাড়া ১৭ মার্চ থেকে ‘মনে রেখো’র শুটিং করব। মাঝে ১৯ মার্চ থেকে ‘জান্নাত’-এর দুদিন শুটিং করব। তাতে ছবিটির মূল দৃশ্যের শুটিং শেষ হয়ে যাবে, বাকি থাকবে গান।”
তাহলে তো ‘ময়না’ ঈদে আসতে পারল না? মাহি অবশ্য বললেন, “এ ঈদে না পারলেও আশা করি পরের ঈদে আসবে। তবে ‘মনে রেখো’ ঈদে আসবে কিনা এমন প্রশ্নের জবাব প্রযোজনা সংস্থা হার্টবিট প্রোডাকশন দিতে পারবে।”
এদিকে সিনে বাজারে জোর গুঞ্জন রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’-এ নায়িকা হিসেবে জাজ মাল্টিমিডিয়ায় ফিরছেন মাহি, সাথে থাকছেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ বিষয়ে তার সাফ জবাব, ‘আমার সাথে কারো এ ব্যাপারে কোন কথাই হয়নি।’
জাজের কোনো ছবিতে চলতি বছর দেখা যাবে কিনা?— এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আ