চলচ্চিত্র সম্পাদক আতিকুর রহমান মল্লিক হৃদরোগে আক্রান্ত মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ দুপুরে ঢাকার মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে ...
চলচ্চিত্র সম্পাদক আতিকুর রহমান মল্লিক হৃদরোগে আক্রান্ত মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ দুপুরে ঢাকার মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে মল্লিক দুই ছেলে ও স্ত্রী শামীম আরা বেগম ডলিকে রেখে গেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি কম্পানিতে উচ্চপদে কর্মরত ছিলেন।
আতিকুর রহমান মল্লিক ১৯৭৭ সালে ‘রক্তশপথ’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র সম্পাদনায় আসেন। আশি ও নব্বই দশকে অত্যন্ত ব্যস্ত সৃজনশীল চিত্রসম্পাদক ছিলেন তিনি। ১৯৮৮ সালে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই জীবন’সহ একাধিক ছবিতে সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মল্লিক।
মল্লিকের জন্ম ময়মনসিংহে। তিনি এতিম, রাজা সাহেব, পুরস্কার, রূপালি সৈকত,সেয়ানা, মেঘের অনেক রং, মনিহার, মাটির মানুষ, আশা, নয়নের আলো, রাজলক্ষী শ্রীকান্ত, নরম গরম, আগুণের পরশমনি, দেবদাস, শাস্তি, সুভা, শ্যামল ছায়া, মেঘের পর মেঘ ইত্যাদি চলচ্চিত্রের সম্পাদনা করেছেন।