বলিউড ইন্ডাস্ট্রিজের অতিপরিচিত অভিনেতা সঞ্জয় দত্ত। খলনায়ক থেকে শুরু করে বলিউডে অনেক সুপারহিট ছবি করেছেন সঞ্জয় দত্ত। ব্যক্তিগত সমস্যা...
বলিউড ইন্ডাস্ট্রিজের অতিপরিচিত অভিনেতা সঞ্জয় দত্ত। খলনায়ক থেকে শুরু করে বলিউডে অনেক সুপারহিট ছবি করেছেন সঞ্জয় দত্ত। ব্যক্তিগত সমস্যার কারণে জেলে যেতে হয়েছিল সঞ্জয় দত্তের। জেল থেকে মুক্তি পাবার পরই বলিউডে ফিরতে খুব একটা সময় নেননি সঞ্জয় দত্ত। দীর্ঘ বিরতি কাটিয়ে ওমাং কুমারের একশান মুভি ‘ভূমি’র শুটিং শুরু করেন তড়িঘড়ি। এই সিনেমার মারামারি দৃশ্যের একটি শুটিং করতে গিয়ে গত পরশু সহঅভিনেতার ঘুষিতে বুকে দারুন রকমের চোট পেয়েছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
প্রথমদিকে এই আঘাতকে তেমন গুরুত্ব না দিয়েই টানা শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু এবার অবস্থা ‘বেগতিক’ হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে বিশ্রামে যেতে হচ্ছে তাকে। চিকিৎসক জানিয়ে দিয়েছেন আঘাতের ফলে সঞ্জয়ের পাঁজরের হাড়ে চিড় দেখা দিয়েছে। কোনভাবেই চলবেনা কাজ । আর এ কারণে বন্ধ হয়ে গেছে তার কামব্যাক ছবি ‘ভূমি’র শুটিং।
ছবিটির পরিচালক ওমাং কুমার জানিয়েছেন, জেল থেকে মুক্তির পর একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে বুকের পাঁজরে আঘাত পান। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে সঞ্জয়কে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
‘ভূমি’ ছবির সেটে মারামারির দৃশ্য করতে গিয়ে বুকে ব্যথা পাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। ব্যথানাশক ওষুধও খেয়েছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সঞ্জয়ের পাঁজরের হাড়ে সামান্য চিড় দেখা দিয়েছে।