
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এরপর বাংলাদেশ ব্যাংকের গেটের ভেতরে অ্যাম্বুলেন্স প্রবেশ করে। সেখানে আহত কেউ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে। তবে ওই তলার কক্ষগুলো এখন পরীক্ষা করে দেখা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ৩০তলা ভবনের ১৩ ও ১৪ তলায় (বৈদেশিক মূদ্রানীতি বিভাগ ও অফসাইট সুপার ভিশন বিভাগ) আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী ও আবু হেনা মোহা. রাজী হাসান রাজি ঘটনাস্থল পরিদর্শন করেন।
0 coment rios: