চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া’র বাবা আবু তাহের আজ (শনিবার) বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। কেয়া বলেন, বাবা গত মাস থেকেই খুব অসুস্থ ছিলেন। এ অবস্থায় তাকে কিছুদিন আগে রাজধানীর আসগর আলী হাসপাতালে নেয়া হয়। তিনি সবশেষ লাাইফসাপোর্টে ছিলেন। আজ দুপুর ২টার পর তার অবস্থার অবনতি ঘটে এবং কিছুটা সময় পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার অকাল মৃত্যু মেনে নিতে পারছি না। আমি একা হয়ে গেলাম।
কেয়ার বাবাকে সন্ধ্যায় লাশবাহী অ্যাম্বুলেন্সে করে যশোরে নেয়া হবে। সেখানে পারিবারিক করবস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কেয়ার। শুরুতেই নায়ক হিসেবে পান চিত্রনায়ক রিয়াজ ও আমিন খানকে।
এরপর বেশকিছু চলচ্চিত্রে টানা কাজ করেন। চলচ্চিত্রে অভিষেকের পর গ্ল্যামারাস নায়িকা হিসেবেই আখ্যায়িত হয়েছিলেন কেয়া। মাঝে কাজ না করলেও গত বছর আবারও চলচ্চিত্র অভিনয়ে ফিরেন এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করে ব্যস্ত সময় পার করেন। মুভিপ্ল্যানেটের ব্যানারে তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ব্ল্যাকমানি’। ছবিটি পরিচালনা করেন সাফিউদ্দিন সাফি
0 coment rios: