নিজস্ব সংবাদদাতা, গৌরীঘোনা (যশোর) ঃ কেশবপুরের বায়সা মাঠে মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব বাজেটের আ...
নিজস্ব সংবাদদাতা, গৌরীঘোনা (যশোর) ঃ কেশবপুরের বায়সা মাঠে মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় রবি/২০১৬-১৭ মৌসুমে ভুট্টা চাষের উপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ভুট্টা চাষী মানিক দত্তের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান ও পৌর কাউন্সিলর মনিরা খানম।